শাবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আলমগীর কবির

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) রাতে সাড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, যুগ্ম-সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

এছাড়া ছয়টি কার্যকরী সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল নির্বাচিত হয়েছেন।

এরআগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *