সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) আনুমানিক রাত ২টা ৪০ মিনিটের দিকে সংঘটিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৩৬, ৪২৭ ও ৩৪ ধারায় অজ্ঞাতনামা পাঁচজনসহ আরও অনেকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসুল সামদানী আজাদকে।
সিলেট মহানগর পুণিলশের অতিরিক্ত উপকমিশনার (গলমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, অগ্নিসংযোগে জড়িতদের ইতোমধ্যে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫