উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস, বিশিষ্ট দাঈ ও ইসলামী স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সৃষ্টিকারী প্রাক্তন ছাত্র, ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি শায়েখ ইসহাক আল-মাদানী আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রখর মেধা ও দ্বীনের গভীর জ্ঞানসম্পন্ন এই সম্মানিত আলেম ছিলেন একজন অভিজ্ঞ লেখক, গবেষক এবং আদর্শ শিক্ষক। তিনি সিলেট অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আজ (২০ জানুয়ারি) এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম শায়েখ ইসহাক আল-মাদানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “শায়েখ ইসহাক আল-মাদানী ছিলেন একজন মহান আলেম, লেখক ও শিক্ষক। তিনি সিলেট অঞ্চলে বহু ছাত্রের জীবনে আলো ছড়িয়েছেন। তাঁর শিক্ষা ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
রব্বে কারিম তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। পাশাপাশি মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী সকলকে গভীর সমবেদনা জানাই। আল্লাহ তায়ালা তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
শেয়ার করুন