হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা এলাকায় জলাশয়ে ডুবে রবিউল হাসনাইন নিয়াদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নিয়াদ ওই এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান জানান, সকাল থেকে নিয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি জলাশয় থেকে শিশুটিকে নিথর অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। দ্রুত নিয়াদকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, পরিবারের লোকজনের অগোচরে জলাশয়ে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
শেয়ার করুন