নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামীলীগের সভাপতি ও জাবেদ বিডি ক্লাবের সাধারণ সম্পাদক মো: শায়েক হোসাইন।
১ অক্টোবর,২০২২ইং (শনিবার) যুক্তরাষ্ট্র থেকে এক শুভেচ্ছা বার্তায় শায়েক হোসাইন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত, এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করে। প্রতিটি উৎসবে জাতি ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
সবাইকে আবারো শারদীয় দুর্ঘাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।