শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ

শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সীমাহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি।

সোমবার ২২আগষ্ট বেলা ১ টায় বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয় হতে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন কবির তালুকদার, ব্যারিস্টার মাহাদীন চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান, জেলা স্বেচ্চাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহম্মদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এটিএম ফকরুল ইসলাম।

এছাড়া শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সহ সভাপতি আলী আমজদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সাইফুর রহমান, আঃ মজিদ, আব্দুল করিম মাস্টার, কৃষক দলের আহবায়ক হাবিবুর রহমান, গোপাল চন্দ্র দাস, যুব দলের সিনিয়র যুঘ্ন আহবায়ক মোঃ দুলাল মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *