শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শাল্লায় ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেলা সাড়ে ১১:৩০ টায় আওয়ামী লীগ কার্যালয়ে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, কাজল কান্তি চৌধুরী, দীপু রঞ্জন দাশ, পলাশ সরকার পল্টু সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ গণ।
বক্তারা বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শেয়ার করুন