স্টাফ রিপোর্টার: কুলাউড়ার শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলার বরমচাল ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী মো: খুরশিদ উল্লাহকে গুণীজন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
গত শনিবার (২০ মে) ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।
কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাংগঠনিক সম্পাদক ব্যরিষ্টার আবু সাদেক আব্দুল্লাহ ও কোষাধ্যক্ষ তামিম মারজান হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুসহ কুলাউড়া উপজেলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
শেয়ার করুন