স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আধুনিকতার ছোঁয়ায় শিশু-কিশোরসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্য শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ, ভালবাসাসহ নীতিনৈতিকতার যেমন চরম অবক্ষয় হয়েছে তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের মধ্যে দেখা দিয়েছে দায়িত্ব ও কর্তব্যবোধের বিশাল অভাব। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা দিয়েছে ধর্মীয় উন্মাদনা আর লোভ পেয়েছে মানবিক মূল্যবোধের।পিতা- মাতার পরে যে শিক্ষককের অবস্থান সেই শিক্ষককে শিক্ষক হিসাবে চিন্তা না করে ধর্মীয় বেড়াজালে আবদ্ধ করে চলছে নিগ্রহ,অপমান,অপদস্ত করাসহ শারীরিক ও মানসিক নির্যাতন।
আর তাই “দূর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা সদা সোচ্চার”-এই স্লোগানকে বুকে ধারণ করে গত ১৭ জুন নড়াইলের মির্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে নিগ্রহ ও ২৫ জুন আশুলিয়ায় শিক্ষক উৎপল সরকারকে হত্যাসহ সারা শিক্ষা ক্ষেত্রে সৃষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে যশোর পূজা উদযাপন পরিষদের আহবানে আজ (৩০ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর শহরের চিত্রা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সকল ধর্মের শিক্ষক- শিক্ষিকা , ছাত্র,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তরা বলেন- পরিকল্পিতভাবে সংখ্যালঘু শিক্ষকদের নির্যাতন ও হেনেস্তা করা হচ্ছে। অবিরামভাবে শিক্ষক নির্যাতন হলেও শিক্ষক সমাজ কোন সাহসী ভূমিকা নিচ্ছেন না যা সকলকে হতাশ করছে।
পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্ব সড়ক প্রদিক্ষন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মরক লিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে রফিকুল হাসান এডিসি(সার্বিক)স্মারকলিপি গ্রহন করেন।