শিক্ষার্থীদের দাবির মুখে ভর্তি ফি কমাল শাবিপ্রবি

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অতিরিক্ত (১৭ হাজার টাকা) ভর্তি ফি নির্ধারণ করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। আলোচনা-সমালোচনার পর ফি কমিয়ে সহনীয় পর্যায়ে না নিয়ে আসলে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে তালা ঝুলানো এবং ভর্তি কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ দাবির মুখে ভর্তি ফি পুনর্বিবেচনা করে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ এপ্রিল) জরুরি এক একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

একাডেমিক কাউন্সিলে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান প্রমুখ।

উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শাবিপ্রবি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *