সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার, বিদ্যালয় গুলোতে নতুন নতুন ভবন দেওয়া হচ্ছে, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, অতীতের কোন সরকার এর আমলে এত সুযোগ সুবিধা ছিলনা বর্তমান সরকার এর আমলে এত উন্নয়ন হয়েছে।
তিনি শনিবার (১৪ অক্টোবর) দক্ষিণ সুরমায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য উনার নিজ উদ্যোগে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, ও বালাগঞ্জের সকল শিক্ষকদেন নিয়ে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায়ের সভাপতিত্বে ও লালাবাজার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, কলেজ পরিচালক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, এমপি হাবিব এর সহধর্মিণী জোঁছনা হাবিব প্রমুখ।
শেয়ার করুন