ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করে, বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজন, প্রাক প্রাথমিক চালু করে। তিনি বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নে সরকারের সাথে এলাকার সর্বস্থরের মানুষকে কাজ করতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দূপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে স্কুলের প্রাচীর, ওয়াস ব্লক নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনের আশ্বাস ও দেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আজিজুন নেছার পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শাহনুর হোসাইন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী অরবিন্দু পাল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, ইউপি সদস্য জসিম উদ্দিন, শিক্ষানুরাগী হাজী আক্রম আলী, শামসুল হক মোল্লা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি বশির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাহতাবপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাবেদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা চন্দ্র, স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শুক্লা দাশ। এরপর ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, আ’লীগ নেতা ও ইউপি সদস্য মো. চমক, মো. লাল মিয়া লালু, জিসু আচার্য্য, নেপাল দাশ, প্রতাভ পাল, সোহাদা বেগম, মোছা. দিলারা বেগম, আ’লীগ নেতা আশিদ আলী, চয়ন, দাশ, গোলাম মাওলা, ফরিদ আহমদ, শহিদ খান আতা, আখলু মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুল মুকিত, হেলাল আহমদ, সিদ্দিকুর রহমান, ইসমাঈল, আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, যুবলীগ নেতা ওলিউর রহমান জনি, শামিম আহমদ, সুহেল আহমদ, নওশাদ, সমছু মিয়া, নুরুল হক, নকুল মালাকার সহ প্রমুখ।
শেয়ার করুন