ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি হয়েছে ৮ নভেম্বর। এই তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে, তার তথ্য প্রকাশ করেছে সরকার।
রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রণালয় ও বিভাগ অনুযায়ী এসব কাজের অগ্রগতি তুলে ধরা হয়। সেখানে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজ আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যেসব অগ্রগতি হয়েছে, সেগুলো হলো-
১. অনগ্রসর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের আওতাধীন দুরারোগ্য ব্যধি ও দৈব দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত অসহায়, রোগগ্রস্ত, দরিদ্র, মেধাবী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অনগ্রসর সম্প্রদায় ও অনগ্রসর এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সুষ্ঠূভাবে সম্পাদন করা হয়েছে। এ ছাড়া স্বচ্ছতা বৃদ্ধিকরণ ও সময়োপযোগী করার লক্ষ্যে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত-২০২০)’ পুনঃসংশোধনপূর্বক ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী ও সরকারি/বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত-২০২৪)” প্রণয়ন করা হয়েছে।
২. উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
৩. ২০টি জাতীয়করণ করা প্রতিষ্ঠানকে iBAS++এ অন্তর্ভুক্তকরণ এবং এর অনুকূলে ২৮ কোটি ৯৬ লাখ ২২ হাজার টাকা দেওয়ার জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।
৩. আগস্ট ২০২৪-এ ১৯৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৈদেশিক প্রশিক্ষণ/সভা/সেমিনারে ৩৩ জন কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে। সেপ্টেম্বর ২০২৪-এ ১১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৈদেশিক প্রশিক্ষণ/সভা/সেমিনারে ১৭ জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করে সরকারি আদেশ জারি করা হয়েছে।
৪. বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা প্রণয়ন;
৫. স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার পরীক্ষামূলক কার্যক্রম চালকরণ;
৬. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ;
৭. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (কর্মকর্তা-কর্মচারী) চাকুরি প্রবিধানমালা-২০২৪ ভেটিং;
৮. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (কর্মকর্তা-কর্মচারী) প্রদেয় ভবিষ্যৎ তহবিল প্রবিধানমালা-২০২৪ ভেটিং।
বিশ্ববিদ্যালয় অনুবিভাগের কাজের মধ্যে রয়েছে-
১. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেয়া হয়েছে।
৩. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রামে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা (বুয়েট)-এ উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; রাজশাহী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; জাতীয় বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়; জগন্নাথ বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে।
৭. রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৯ জন উপাচার্য, ৪ জন উপ-উপাচার্য ও ৬ জন ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে।
৮. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং দুজন পূর্ণকালীন সদস্য নিয়োগ করা হয়েছে।
৯. সমাবর্তনের জন্য দুটি বিশ্ববিদ্যালয়ের নথি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নথি প্রক্রিয়াকরণের কাজ চলমান রয়েছে।
১০. আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম মনোনয়ন দেওয়া হয়েছে।
১১. বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভিসি/প্রো-ভিসি/ট্রেজারার নিয়োগের নিমিত্ত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে মতামত প্রদানের জন্য ৫টি প্রস্তাব মঞ্জুরী কমিশনে পাঠানো হয়েছে। তার মধ্যে দুটির মতামত পাওয়া গেছে।
১২. বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি; আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
১৩. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা; নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ; জেএনআরএফ ইউনিভার্সিটি; নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনায় উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
১৪. সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকা; স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকা; বাংলাদেশ ইউনিভার্সিটি, ঢাকা; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে।
১৪. চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রপতি শিক্ষা উপদেষ্টাকে মনোনয়ন দিয়েছেন।
কলেজ অনুবিভাগের কাজের বিষয়ে বলা হয়-
১.গত ২৪ আগস্ট ২৮তম থেকে ৪২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে;
২. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ঢাকায় চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে;
৩. পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), ঢাকায় পরিচালক পদে পদায়ন করা হয়েছে;
৪. গত ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়নের লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। ওই আবেদনের মধ্য থেকে বিভিন্ন কলেজে অধ্যক্ষ পদায়নের কার্যক্রম চলমান রয়েছে;
৫. গত ২৩ সেপ্টেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে ৯২৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে;
৬. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫৩ জন কর্মকর্তার পেনশন/পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়েছে। অবশিষ্ট ৩টি আবেদনের কার্যক্রম চলমান রয়েছে;
৭. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬ জন কর্মকর্তার চাকরির ধারাবাহিকতা ও বেতন সংরক্ষণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনের কার্যক্রম চলমান রয়েছে;
৮. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা চাকরিরত অবস্থায় মারা গেলে পেনশন মঞ্জুরির উদ্দেশ্যে ৩টি আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) নিয়োগ দেওয়া হয়েছে।
৯. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪০ জন কর্মকর্তার পেনশন/পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়েছে। অবশিষ্ট ৩টি আবেদনের কার্যক্রম চলমান রয়েছে।
১০. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দুজন কর্মকর্তার চাকরির ধারাবাহিকতা ও বেতন সংরক্ষণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনের কার্যক্রম চলমান রয়েছে।
১১. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পেনশন ও আনুতোষিক মঞ্জুরি, আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ভিডিও) নিয়োগ, চাকরির ধারাবাহিকতা ও বেতন সংরক্ষণ, স্বেচ্ছায় ইস্তফা প্রদান, চাকরি থেকে অব্যাহতি ও ঐচ্ছিক অবসর সংক্রান্ত মোট ১২৫টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
এ ছাড়া আরও যেসব বিষয়ে কাজ সম্পন্ন হয়েছে-
ক. ৪ জনের লিয়েন মঞ্জুর করা হয়েছে
খ. ২৫ জনের উচ্চ শিক্ষার জন্য প্রেষণ মঞ্জুর করা হয়েছে
গ. ৫ জনের উচ্চ শিক্ষার জন্য শিক্ষাছুটি মঞ্জুর করা হয়েছে
ঘ. ৪৫ জনের বহি:বাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছে
ঙ. ১০ জনের নামের পূর্বে ড. ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে
চ. ৮০ জনের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে
ছ. ২ জনের এম.ফিল/পিএইচ.ডি. ভর্তির অনুমতি দেয়া হয়েছে
জ ৮১টি সদ্য সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক-কর্মচারীর পদ সৃজন
ঝ. ৮০টি সদ্য সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক-কর্মচারীর পদ সংরক্ষণ
ঞ. ১৮টি সদ্য সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক-কর্মচারীর পদ স্থায়ীকরণ/নিয়মিতকরণ
ট. ৬টি সদ্য সরকারিকৃত কলেজসমূহের শিক্ষকের এডহক নিয়োগ
ঠ. ২০২৪ সালে সরকারিকৃত ০১টি কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য টিম গঠন
ড. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার ১,০২৮টি পদকে ৩য় গ্রেডের বেতনস্কেল উন্নীতকরণের প্রস্তাব জনপ্রশাসন।
এভাবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ তাদের কাজের অগ্রগতি তুলে ধরেছে।
এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোটাদাগে সরকারের বড় পাঁচটি কাজের কথা তুলে ধরেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
শেয়ার করুন