হাফিজ মাওঃ আব্দুল আলীম
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
২৭-০৮-২০২২ইং
আজমিরীগঞ্জের শিবপাশায় পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বুধবার (২৪ আগস্ট) ভোরে সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী ও শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘরে এ ডাকাতি সংঘটিত হয়।
শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সভাপতি ও শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি পীরজাদা মাওঃ শাহ হালিম উদ্দিন নূরী সাহেব এই ঘটনার তিব্র নিন্দা ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। তিনি বলেন, শিবপাশা পুলিশ ফাড়ির পাশে কিভাবে ঘটনা টি ঘটে আমি ভাভতে অবাক হচ্ছি। কেননা একটা পুলিশ ফাড়ি তাকা সত্ত্বেও ডাকাত দল কিভাবে এই বাড়িতে হামলা দে সেটা আমার একটু কি রকম মনে হচ্ছে। যাই হোক আমি প্রশাসনের কাছে আবারও জোর দাবি জানাই আপনারা অতিবিলম্বে এই ডাকাত দল কে বের করে জনসম্মুখ শাস্তির আওতায় নিয়ে আসেন। যাতে শিবপাশায় এই ধরনের কাজ আর কোন মানুষে করার সাহস না পায়।