প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:২৯ পি.এম
শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
নানা ঘটনা, বিতর্কে ম্যাচ ছাপিয়ে সব ফোকাস পড়েছে মাঠের বাইরে। সব কিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের উদ্বোধনী ম্যাচ, সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ দলের দুই অধিনায়কের লড়াই।
রাজশাহী দল এখন পর্যন্ত সবচেয়ে গোছানো দল। বিদেশী তারকারও এসে গেছে। তাই ভালো শুরুর আশা তাদের। দলটি আগেই জানিয়েছিল, তাদের নেতৃত্বে থাকবেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জয়ের আশাই প্রকাশ করেছেন।
আজ অধিনায়কের নাম জানিয়েছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। মিরাজকে তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। জাতীয় দলের এই অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি জিতেছেন। ঘরের মাঠে মিরাজের দলও জয়ের জন্য মুখিয়ে।
সিলেট টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। তবু শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান মিরাজ।
সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ঘটনা বহুল দুই দল চট্টগ্রাম রয়াল্যাস ও নোয়াখালী এক্সপ্রেস। এই দুটি দলই মাঠের বাইরের ইস্যুতে টালমাটাল৷ নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনুশীলন বন্ধ করে চলে গিয়েছিলেন। বিষয়টিকে পরে ভুল বোঝাবুঝি বলে আখ্যায়িত করেছেন তারা। অর্থাৎ ঝামেলা মিটেছে। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে ঝামেলা তৈরি করেছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস। তারা মালিকানা ছেড়ে দেওয়ায় বিসিবি দায়িত্ব গ্রহণ করেছে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫