শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জাতীয়
ঢাকায় অবস্থান কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জাতীয় নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সোমবার (৩১ জুলাই) নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি তালতলা থেকে শুরু হয়ে রেজিষ্টারী মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এবং পরবর্তীতে বিএনপির বিক্ষোভ মিছিলের সাথে সম্পৃক্ত হয়ে চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব তালতলা গুলশান হোটেলের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, টিটন মল্লিক, রায়হানুল হক, আহবায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, সালেক আহমদ, হাবিবুর রহমান হাবিব, সাঈদ মাহমুদ ওয়াদুদ, আমজাদ হোসেন, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, গোলাপঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহমদ আবেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজ উদ্দিন তাজ, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *