নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এইদিন ছিলো এসএসসির শেষ পরীক্ষা।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের কালিনগর ফজলার রহমান ফুনু ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কালিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কালিনগর গ্রামের দর্জি ওমর ফারুক এর মেয়ে।
কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কহিনুর পারভীন জানান, বুধবার সিংড়া সদরের দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃষি ব্যবহারিক বিষয়ে শেষ পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে বেড়াতে গিয়ে ভ্যান উল্টে ফারজানা গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। মৃতদেহ এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।
শেয়ার করুন