শোকাহত আগস্ট
শওকত হাসান মানিক
এ কেমন পাষণ্ড নিষ্টুর শয়তান
কেমনে দিলে পিতার অবসান।
মহা বিশ্ব চাইনা আমি
আমার স্বাধীনতা চাই না,
পিতা তোমায় আবার দেখিতে চাই।
বঙ্গ জাতীর বন্ধু তুমি
বাংলার শেখ মুজিবুর রহমান,
তোমার সংগ্রামী জীবন মধ্যদিয়েই,
খোদা দিয়েছিলেন বাঙ্গালী জাতীর আসান।
এ শোকের আশা করেনি আমি,
এ বাংলার মাটি
বাঙ্গালী জাতীর নিঃশেষ,
বাংলার বল বিশ্বে
হতাসার যন্ত্রণা করিলো যে।
সে তো কাফির,
সে তো বেদুঈন,
সে তো বেইমান আর মোনাফিক।
এ মাস শোকের মাস
বেদনার মাস।
বাঙ্গালী জাতীর
অধীকার সৃষ্টির শহীদান,
হে রাব্বুল আলামিন
নাম তার শেখ মুজিবুর রহমান।
আপনার অশেষ রহমতে
উনার পরকালে করে দেন
জান্নাতুল ফেরদাউস দান।