শ্রীদেবীর শেষ সিনেমার সিক্যুয়েলে তারই মেয়ে

বিনোদন

শ্রীদেবী অভিনীত ক্রাইম থ্রিলার ‘মম’ মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এটি ছিল তার শেষ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের আগে শ্রীদেবী অভিনয় করেন ২৯৯টি সিনেমায়। কিন্তু জীবনের শেষ সিনেমায় তার অভিনয় নিয়ে আলাদাভাবে আলোচনা হয়েছিলো। কারণ, তথাকথিত কমার্শিয়াল সিনেমার বাইরে গিয়ে, শুধু অভিনয় দিয়েই সমালোচকদের মন জয় করেছিলেন তিনি।

বলা হয়ে থাকে, এই সিনেমায় দর্শক এক নতুন শ্রীদেবীকে আবিষ্কার করেছিলো। এবার ‘মম’ সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা দিলেন বনি কাপুর, তাও আবার মেয়ে খুশি কাপুরকে নিয়ে।‘মম’ সিনেমায় শ্রীদেবী‘মম’ সিনেমায় শ্রীদেবীরবিবার (৯ মার্চ) ‘আইফা ২০২৫’-এর রজতজয়ন্তী উদযাপনের সময় প্রযোজক বনি কাপুর জানান, তিনি শ্রীদেবীর শেষ সিনেমা ‘মম’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন। সেইসাথে এ কথাও জানান, তার ছোট মেয়ে খুশি কাপুর অভিনয় করবেন এই সিনেমায়।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বনি তার দুই মেয়ে খুশি ও জাহ্নবী কাপুরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান যে, তারা তাদের মা শ্রীদেবীর পথেই হাঁটছেন।খুশি কাপুর খুশি কাপুর তিনি বলেন, ‘‘আমি খুশির সব সিনেমা দেখেছি। ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ ও ‘নাদানিয়ান’। ‘নো এন্ট্রি’র পরে আমিও তাকে নিয়ে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছি। এটি ‘মম ২’ হতে পারে। সে তার মায়ের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছে। তার মা যে সমস্ত ভাষায় কাজ করেছেন, সেখানেই তিনি শীর্ষ তারকা। আমি আশা করি, খুশি ও জাহ্নবী একইভাবে সফল হবে।’’খুশি কাপুর, বনি কাপুর ও জাহ্নবী কাপুর খুশি কাপুর, বনি কাপুর ও জাহ্নবী কাপুর বলা দরকার, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমাটি নির্মাণ করেন রবি উদয়ওয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *