মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় নতুন বাজারের মুন আবাসিক হোটেল থেকে অজ্ঞাত অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা যায়, সে অতিরিক্ত মদপান করে হোটেলের ২০৩ নম্বর রুম প্রবেশ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে পরে বিস্তারিত জানানো হবে।
শেয়ার করুন