মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেবার হাউজে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সমসাময়িক চা শ্রমিকের সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেল পাল, অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, বালিশিরার ভ্যালি সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, ধনা বাউরী সভাপতি মনুদলই ভ্যালিসহ সব ভ্যালীর সভাপতি, চট্রগ্রাম ভ্যালীর সভাপতি নিরঞ্জন নাথসহ চা শ্রমিক নেতারা।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর চা শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রতি ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিল করে বিবেচনা করার জন্য স্মারকলিপি প্রদান করে। চা শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের সিদ্ধান্তে জানান, প্রধান উপদেষ্টার প্রতি যে স্মারকলিপি দিয়েছেন তার প্রতিউত্তর না পাওয়া পর্যন্ত তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।
শেয়ার করুন