শ্রীমঙ্গলে মুসলিম হ্যান্ডস এর ব্যবস্থাপনায় ১০০টি টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন

মৌলভীবাজার

হাফিজ মাওঃ আব্দুল আলীম
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
১৪-০৮-২০২২ইং

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী’র সার্বিক তত্ত্বাবধানে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট ২০২২ইং) সকাল ১১ টায় হুগলীয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে উক্ত টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৪নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ম্যানেজার জনাব মাওঃ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফ। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পরিদর্শক মাওলানা কাজী মোঃ আব্দুল মুছাব্বির, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ’র সভাপতি ও ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওঃ আ.ছ.ম মুজিবুর রহমান আল মাদানী, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা কাজী মোঃ নাছির উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল খালিক, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সিলেট ডিভিশন এর জিএম- এইচ.এম ইয়াকুব চৌধুরী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড মৌলভীবাজার সদরের অফিস সম্পাদক হাফিয মাওঃ কামরুল হাসান ইমরান, হুগলীয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন আক্তার, হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসার পরিচালক হাফিয মাওঃ মিসবাহ উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীযের জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল কাসেম ও আল ইসলাহ তালামীয নেতৃবৃন্দ, টিউবওয়েল প্রাপ্ত ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস সংস্থাটি ১৯৯৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী’র তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *