সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌছবেন।

যুক্তরাজ্য সফরকালে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া বাংলাদেশী কমিউনিটি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনসহ প্রবাসী নেতাদের দ্বারা সংবর্ধিত হন ও তাদের সাথে মতবিনিময় সভা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারি মো. দবির মিয়া।
তিনি বলেন যুক্তরাজ্যের সফর সংক্ষিপ্ত করে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া আগামীকাল শনিবার দেশে আসছেন। তাই উপজেলা চেয়ারম্যানের স্বদেশ আগমন উপলক্ষে সিলেট বিমান বন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *