ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের (সাবেক) অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মে) বিশ্বনাথ প্রেসক্লাব ক্লাব কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষের ভাইপু গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মনিরুজামান মনির।
লিখিত বক্তব্যে তিনি বলেছেন, চৌধুরীগাঁও গ্রামের মৃতঃ মরম আলীর পুত্র ধর্ষণ মামলার আসামী আবুল কাহার ও তার ছোট ভাই জাহিদ ২০ মে সংবাদ সম্মেলন করে আমার চাচা বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (সাবেক) সিরাজুল হক ও আমি মনিরুজামান মনিরকে জড়িয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, অসত্য তথ্য পরিবেশন করে সংবাদ সম্মেলনের করেছে। যাহা অত্যান্ত নিন্দনীয়, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত। সমাজে হেয় প্রতিপন্ন করতে তারা মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে।
মনিরুজামান মনিরের লিখিত বক্তব্যে আরো বলেন, ২০১৯ সালে ‘বিশ্বনাথে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ শিরোনামে’ আবুল কাহারের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমানে ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছেন। ধর্ষন মামলায় আবুল কাহার ৭ মাস কারাবরণও করেছেন।
এসবের মধ্য দিয়েও সিরাজুল হককে জড়িয়ে বলা হয়েছে আমাদের পরামর্শে আম্বিয়া বেগম মিথ্যার আশ্রয় নিয়ে একাধিক মামলা দিয়ে ও বারবার নারাজি দিয়ে আবুল কাহার ও তার পরিবারকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন। যাহা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। তারা আমাদের মান সম্মান নষ্ঠ করতে এসব বলেছে।
আমি, আমার চাচা ও আমাদের পরিবার কোন ধরনের তা বিশ্বনাথবাসি জানেন। আমার চাচা একজন সম্মানি মানুষ উনার বিরুদ্ধে এসব বলার পূর্বে অন্তত চিন্তা করার দরকার ছিল। ্আবুল কাহার ও জাহিদের এসব বানানো মিথ্যা কথার বিচার আমি প্রশাসন ও বিশ্বনাথবাসির কাছে দিলাম।
তিনি আরো বলেন,আমার চাচা বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (সাবেক) সিরাজুল হক একজন মানুষ গড়ার কারিগর, সফল ব্যবসায়ী ও সমাজসেবক, তাঁর আদর্শে গড়া অনেক ছাত্র আজ দেশ-বিদেশে সাংবাদিকতা, শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় সুনামের সাথে নিয়োজিত আছেন। তাঁর ছেলে-মেয়েরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে উচ্চ শিক্ষা গ্রহন করছে। আজ ওই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবুল কাহার ও জাহিদ। আমাদের পরিবারকে খাটো করতে এসব ষড়যন্ত্র করছে তারা। আমি আবুল কাহার ও জাহিদের এসব মিথ্যা অপপ্রচারের বিচার প্রশাসন ও বিশ্বনাথবাসির কাছে দিলাম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজী মো. মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মিল আলী, মুরব্বী ক্বারী মাওলানা আব্দুল মতিন, ইফতেখার হোসেন, সংগঠক এমদাদুল হক, শরিফ আহমদ প্রমুখ।