সকল প্রস্তুতি সম্পন্ন জামিয়া কাসিমুল উলূম মেওয়ার ফুযালা সম্মেলন শনিবার

সিলেট

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া শেওলা দক্ষিণভাগ মেওয়ায় অবস্থিত জামিয়া কাসিমুল উলূম মেওয়া মাদরাসার ফুযালা সম্মেলন আগামী শনিবার (০৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

জামিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস সমাপনকারী প্রাক্তন ছাত্রদের নিয়ে মূলত এই সম্মেলনের আয়োজন।

সম্মেলনের শৃঙ্খলার সার্থে বাস্তবায়ন কমিটি কর্তৃক রেজিস্ট্রেশন’র ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত ৯শ’র অধিক ছাত্ররা নিবন্ধন করেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে অপেক্ষা শুধু শনিবারের।

জামিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত ফুযালা সম্মেলনে জামিয়ার সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মতিন। নসিহত পেশ করবেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি  মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

আলোচনা রাখবেন, হাটহাজারীর মাদরাসার বিভাগীয় প্রধান ডক্টর নূরুল আবসার আযহারীসহ দেশবরেণ্য উলামা-মাশায়েখ।

ফুযালা সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা আমজাদ হোসাইন ফরহাদ বলেন, সম্মেলনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৫০জন ছাত্র। যারা এখনো রেজিস্ট্রশন করেন নি, তারা জামিয়া অফিসে যোগাযোগ করলে তালিকাভূক্ত করা হবে।

বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আবুল খয়ের বলেন, সিলেট শহরসহ দেশ ও বিদেশে অবস্থানরত জামিয়ার শিক্ষার্থীদের মধ্যে একটি সুসম্পর্ক গড়াই হচ্ছে এই ফুযালা সম্মেলনের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *