সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট

 

নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল জনাব ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মাও.অলিউর রহমানের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিমে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান আজকের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য নিম্নোক্ত বক্তব্য প্রদান করেন বলেছেন প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরব রক্ষার দায়িত্ব এখন তোমাদের কাঁদে। একে শুধু শিকার কেন্দ্র হিসেবে নয়, বরং চরিত্র গঠনের ক্ষেত্র হিসেবেও গ্রহণ করো।শিক্ষকের সম্মান করবে,জ্ঞানার্জনের প্রতি নিষ্ঠাবান থাকবে এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকবে। মনে রেখো, শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠা গলিয়ে জানা কোনো বিষয় নয়, বরং এটি একটি সার্বিক জীবনধারা , যা তোমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে।আমরা সিনিয়ররা তোমাদের পাশে আছি, যেকোনো সমস্যায় আমরা তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞতা তোমাদের চলার পথকে সহজ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তোমাদের প্রতি আমার শেষ কথাটি হলো সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাও। সৎপথে থেকে কঠোর পরিশ্রম করো, নিষ্ঠার সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।তোমাদের আগামীর যাত্রা হোক সাফল্যমন্ডিত, তোমাদের প্রতিটি পদক্ষেপে আসুক অর্জন ও সমৃদ্ধি। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক , সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ, শাহবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও.বশির আহমদ ,ইউনিয়ন জামায়াতের আমীর মাও.ওমর ফারুক,উপজেলা যুব বিভাগ সভাপতি মাও.মামুনুর রশিদ সহ প্রমূখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *