স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
গতকাল(২৫আগস্ট) বৃহস্পতিবার যশোর জেলার সীমান্তবর্তী অভয়নগর ও খুলনার ফুলতলা উপজেলার যশোর -খুলনা মহা সড়কের বেজেরডাঙা রাড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় শিক্ষার্থী মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. শাহ আলম।
নিহতরা হলেন- ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনহাজ হাসান রাজ ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের তাজ বিকুর রহমান শাহাত। দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
তিনি জানান, তারা দুজন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাক তাদের চাপা দেয়। তারা ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
শেয়ার করুন