সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সহায়তা

সিলেট

সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ব্যক্তি এবং আহত ৮ জন ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলাট দক্ষিণ সুরমা উপজেলা শাখা। সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকায় গিয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।

ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি কামরুজ্জামান খান ফয়সল। উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ফেডারেশনের দক্ষিণ সুরমা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা খায়রুল আফিয়ান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলা শাখার সহ সভাপতি ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান।
এ সময় আরো মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কুদরত এ এলাহী মারুফ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সভাপতি ডাক্তার গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আলী হোসেন, দিরাই উপজেলার সভাপতি আলী আকবর, পৌর সভাপতি সিরাজুল হক ওলি, দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য রবীন চন্দ্র, দক্ষিণ সুরমা উপজেলার সদস্য আলী হোসেন হুরমত প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী তেতলী ডেভলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১৫ হাজার টাকা আহতদের পরিবারকে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়। আর্থিক সহযোগিতা পেয়ে এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা তাদের স্থায়ী কোন আয়ের ব্যবস্থা করে দিতে প্রবাসীসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। নগদ অনুদান প্রদানের জন্য তারা প্রবাসীদের প্রতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *