সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে, দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে

সুনামগঞ্জ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বহুল আলোচিত গত ২৭ জুন সিলেটের নাজির বাজার এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ নির্মাণ শ্রমিক ও নৌকাডুবিতে নিখোঁজ উপজেলার জারলিয়া গ্রামের ১টি পরিবারসহ মোট ১১ পরিবারকে নগদ অর্থ ও গবাদিপশু সহায়তা প্রদান করা হয়েছে। দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ও অর্থায়নে এ নগদ অর্থ ও গবাদিপশু সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি কনফারেন্স হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মো. সেলিম সরদারের সভাপতিত্বে ও দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ড. সামছুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, লিটন চন্দ্র দাস, বদরুল আলম চৌধুরী মিফতাহ, শৈলেন্দ্র কুমার তালুকদার, আলী আহমদ, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। আলোচনা শেষে ৩টি পরিবারকে ৭০ হাজার করে নগদ অর্থ ও ৮টি পরিবারকে একটি করে গাভী জাতের গবাদিপশু এবং ৪০ হাজার করে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *