সন্ত্রাসীদের টার্গেট জামায়াত আমির, নিরাপত্তা চাইছে দলটি

বাংলাদেশ

বাংলাদেশ জামায়াত ইসলামী দল জানিয়ে দিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলের আমির ডা. শফিকুর রহমানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

জামায়াতের অফিস সেক্রেটারি আ.ফ.ম. আবদুস সাত্তারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে জামায়াত নেতৃবৃন্দ রাজনৈতিক কারণে অমানবিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সম্পর্কিত সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কারণে দলের প্রধান ডা. শফিকুর রহমানের নিরাপত্তা আরও জরুরি হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অপতৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ডা. শফিকুর রহমানের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ এবং তার বাসভবনে পোষাকধারী সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের সময় দেশব্যাপী দলীয় কার্যক্রম ও জনসভায় অংশগ্রহণের কারণে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *