সপ্তাহব্যাপী ব্যারিস্টার ডাল্টনের দিরাই-শাল্লায় ত্রান বিতরন

সুনামগঞ্জ

 

অসীম কুমার বৈষ্ণব ::বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য,সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ডাল্টন তালুকদার সপ্তাহব্যাপী দিরাই-শাল্লায় বন্যাদুর্গত এলাকায় ত্রান বিতরন করেছেন।

বন্যায় রাস্তা-ঘাট বন্ধ থাকার পরও মাতৃভূমির এই দুর্যোগকালীন সময়ে ছুটে গিয়েছেন দিরাই শাল্লার বিভিন্ন ইউনিয়নে জরুরী খাদ্য সামগ্রী নিয়ে।
এ বিষয়ে তিনি জানান – এমন দুর্যোগে কোন বিবেকবান মানুষই তাদের স্বজনদের বিপদে রেখে ঘরে বসে থাকতে পারেন না। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছি। দুর্যোগে জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামীলীগের নেতা কর্মীদের স্বেচ্ছাসেবক এর ভুমিকায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

তাই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি ছুটে গিয়েছি আমার বানভাসি স্বজনদের কাছে।খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু তালেব, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আব্দুস সাত্তার, মিয়া,দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাস,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় , দিরাই পৌর যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন,শাল্লা উপজেলা যুবলীগ নেতা রফিক মিয়া, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,যুবলীগ নেতা নুরুল হক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *