২৪শে জুলাই ২০২২ইংরেজী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সফিউল আলম নাদেল কে হিথ্রো বিমান বন্দরে স্বাগত জানানোর জন্য আওয়ামী পরিবারের নেতূবূন্দ।
যুক্ত রাজ্য আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতূবূন্দের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানানো হয়।
যুক্ত রাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া
উপহার দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের অরগেনাইজিং সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক সারব আলী, আন্তর্জাতিক বিষয়ক, সাবেক ছাত্র নেতা কাওসার চৌধুরী সহ আন্যান্য নেতূবূন্দ।