ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় আগাম শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেন, সিলেট জেলার মধ্যে সবজী চাষে এগিয়ে রয়েছে বিশ্বনাথ উপজেলার কৃষকরা। এ উপজেলার সবজি চাষের ব্যাপক সম্ভবনা রয়েছে। উপজেলার তিন ইউনিয়নে ব্যাপকভাবে সবজি চাষ হচ্ছে। এ বছর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে সবজি চাষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য সবাইকে সবজি চাষে এগিয়ে আসতে হবে বলে কৃষকদের প্রতি আহবান জানান উপজেলা চেয়ারম্যান।
এসময় সরিষা ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের অর্থায়নে ১ লাখ ৫০ টাকার সরিষা বীজ ৪৫০জন কৃষকদের মাধ্যে ২ কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও সূর্যমুখী, গম, মুগডাল, পেয়াজ ও মুসুর ডালের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শামীমা সুলতানা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আবু সাইদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব সরকার।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ প্রমুখ।