ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ছনবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কাউন্সিলের নতুন কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ইসলামপুর ইউনিয়ন কমান্ডার ইন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিলেট বিভাগীয় যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, ইসলামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ড সদস্য সফিক আলী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মণিপুরী যুব কল্যান সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জায়ফর আলী, আঞ্জব আলী, আজির উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রঘু মনি সিংহ, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মখলিছ আলী, যুগ্ম সাধারন সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান। এসময় মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক ইউপি সদস্যা হেলিমা বেগম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেন, জিয়াউর রহমান, রফিক মিয়া, জাহাঙ্গীর আলম, আহমদ আলী, কফিল উদ্দিন, জালাল উদ্দীন, জমির আলী, আব্দুল খালিক, গেদা মিয়া, বাদশা মিয়া, বুলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কাউন্সিলে কামরুজ্জামান কামরুলকে সভাপতি এবং সৈয়দ নেকির হোসেনকে সাধারন সম্পাদক করে ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল হক। ##
শেয়ার করুন