স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি,সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক সুকুমার দাসের অকাল প্রয়ানে যশোরে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল পাঁচটায় যশোর টাউন হল ময়দানের উন্মুক্ত মঞ্চে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
নাগরিক শোক সভা কমিটির আহ্বায়ক নারীনেত্রী হাবীবা শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জাসদ জেল সভাপতি এ্যাডঃ রবিউল আলম, সিপিবির জেলা সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক ইকবাল কবির জাহিদ,সদর উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোস্তফা ফরিদ আহম্মদ, সংবাদ পত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলা, উদীচীর সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, সনাক যশোরের সভাপতি শাহিন ইকবাল, যশোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যশোর ইন্সটিটিউটের সাধারন সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, ডাঃ নাসিম রেজা,অর্দ্ধেন্দু ব্যানার্জী, সুকুমার দাসের সহধর্মিনী শুক্লা দাস,শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসের দদুল, সাংস্কৃতিক জোটের দীপংকর দাস রতন,ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, শ্রাবণী সুর প্রমুখ।
বক্তব্যের শুরুতেই বক্তারা অকাল প্রয়াত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অধ্যাপক সুকুমার দাসের ব্যক্তি জীবনের স্মৃতিচারণ করে বলেন, তার এই অকাল প্রয়াণে শুধু যশোর সাংস্কৃতিক অঙ্গনে না সারা বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনের বড় ক্ষতি হয়েছে।
অধ্যাপক সুকুমার দাস তার সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে থাকবেন চিরকাল।