সয়াবিনের সরবরাহ বাড়লেও মিলছেনা নির্ধারিত দামে

সিলেট

প্রায় তিন মাস পর বাজারে বোতলের সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বাজারজাতকারী কোম্পানিগুলো বিক্রিতাদের সয়াবিন তেলের সঙ্গে অন্য পণ্যও ধরিয়ে দিচ্ছে।

সরকারের সিদ্ধান্ত মতে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত আমদানিকারকেরা ১৫৩ টাকা দরে প্রতি লিটার খোলা সয়াবিন তেল সরবরাহ করবেন। পাইকারি পর্যায়ে তা ১৫৫ এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৬০ টাকা বিক্রি করা যাবে। যদিও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে খোলা সয়াবিনের মূল্য নির্ধারণ করা রয়েছে ১৫৭ টাকা এবং বোতলজাত সয়াবিন ১৭৫ টাকা।

এছাড়া রোজার মাসের প্রয়োজনীয় পণ্য ছোলা, পেঁয়াজ, আদাসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। কয়েকটির দাম বাড়লেও মোটের উপর স্থিতিশীল রয়েছে শাক-সবজির দাম। শুক্রবার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে।

দোকানের সামনে, ভেতরে তাকে সাজিয়েও রেখেছেন বিক্রেতারা। সয়াবিনের সঙ্গে অন্য পণ্য নিতে হলেও বিক্রেতারা বলছেন, তাতে তাদের আপত্তি নেই।বিক্রেতা আল আমিন বলেন, ১০ কার্টন সয়াবিন তেল পেয়েছি। এক লিটার, দুই লিটার থেকে সব সাইজেরই বোতলের তেল পেয়েছি। আশপাশের দোকানগুলোতেও তেল আছে। আজ সিটি গ্রুপের ‘তীর’ ব্র্যান্ডের সয়াবিন তেল পেয়েছি। একেকবার একেক কোম্পানির তেল আসে। কখনো ‘রূপচাঁদা’ বা অন্য ব্র্যান্ডের। যদিও এবার তেলের সঙ্গে এক বস্তা লবণ নিতে হয়েছে। কিন্তু, লবণ তো চলে। অসুবিধা নেই।
পাশের ‘ইসমাইল স্টোরের’ বিক্রেতা বলেন, আজ আমিও তেল পেয়েছি কয়েক কার্টন। ডিসপ্লেও করেছি। গেল কয়েক সপ্তাহে ডিসপ্লে করার মত তেল আসেনি।

দেশে ভোজ্য তেলের সংকটের শুরু গত ডিসেম্বরে। সে সময় বাজারে সরবরাহ সংকটে দেখা দিলে সরকার এক দফা দাম বাড়ায়। তারপরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।দাম বাড়ার সাথে সাথে বাজার থেকে বোতলের সয়াবিন তেল উধাও হতে শুরু করে। খোলা সয়াবিন তেলও ভোক্তাদের কিনতে হচ্ছে বেশি দামে। রোজা শুরুর আগে বাজারজাতকারী কোম্পানিগুলো আরেক দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন শোনা গিয়েছিল।রোজা শুরুর পরেও এই কয়েক দিনে পরিস্থিতির তেমন পরিবর্তন না দেখা গেলেও শুক্রবার বাজারে আগের কয়েক সপ্তহের তুলনায় সরবরাহ বেশি দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *