ফারক আহমদ,
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমাদের মহান জাতীয় সংসদ হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলার স্থান, কিন্তু সংসদে এখন আর সাধারণ মানুষের কথা হয় না। সেখানে হয় গান ও কবিতা আবৃত্তি। সংসদকে রঙ্গমঞ্চে পরিণত করেছে জনবিচ্ছিন্ন সরকার। তিনি আরোও বলেন, বিনাভোটের ওই সরকার বর্তমানে বন্যার্তদের পাশে নেই। বন্যার্তদের পাশে অতীতের ন্যায় এবারও বিএনপি আছে। আর যেকোনো দুর্যোগে-দুর্ভোগে বিএনপিই মানুষের পাশে থাকবে। বিএনপি মানুষের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে।
তিনি মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ৯টি ওয়ার্ডের সাড়ে ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ‘তারেক রহমান সাইবার দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও যুক্তরাজ্যের লন্ডন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সরকার বন্যার্তদের পাশে না দাঁড়াতে পারে না, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের নামে কোটি কোটি টাকা অপচয় করতে পারে। জনগণকে সাথে নিয়ে অবৈধ ওই সরকারকে হটিয়ে আমরা পদ্মাসেতুতে উল্লাস করব। তিনি আরো বলেন, নিজেদের অবৈধ ক্ষমতা স্থায়ী করতে আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়েছেন তারা। ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হয়েছেন। আর তাই এই প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী নন, তিনি অবৈধ প্রধানমন্ত্রী। এজন্য জনগণ তাঁর দরকার নেই, তাঁর দরকার ক্ষমতা।’
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ ও গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের যুগ্ম আহŸায়ক আনন্দ শাহ বাকী বিল্লাহ, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আবদুল আহাদ খান জামাল, তারেক রহমান সাইবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিক ফৌজিয়া খিলজী সুহেলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মামুন আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সহ সাধারণ সম্পাদক আর এস নিতিক, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ ওমর ফারুক ডালিম, সদস্য আকিকুর রহমান আকিক, তারেক রহমান সাইবার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইকেএম সেলিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, কদর আলী, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, যুব বিষয়ক সম্পাদক নূরুল মিয়া, পৌর বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, আব্দুন নূর, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, কামাল মিয়া, প্রশিক্ষণ সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আনছার আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, মঈনুল ইসলাম, সদস্য সচিব শাহজাহান মিয়া, যুবদল নেতা সৌরভ আহমদ লাকী, নাজিম উদ্দিন, সাহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূরুজ্জামান, আবু সাঈদ, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম জুনেদ, ওয়াসিম মিয়া, রাসেল আহমদ, আক্তার আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব একে রাজু প্রমুখ নেতৃবৃন্দ।