সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সিলেট-২ আসনবাসীও নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাবেন -প্রতিমন্ত্রী শফিক চৌঃ

সিলেট

স্টাফ রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ঈদের আনন্দ যাতে সর্বদা সমাজে বিরাজ করে আমাদের সবাইকে সেলক্ষ্য রেখেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। রমজানে অর্জন করা সংযম, চলার পথে সর্বকাজে প্রয়োগ করলে উন্নতি আসবেই। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থ দিয়ে ‘পদ্মা সেতু নির্মাণ করে, কৃষি যন্ত্রপানি ক্রয়ে ভ‚র্তুকি দিয়ে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়ে এবং বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে’ নিজেদের সক্ষমতা বিশ্ববাসীকে দেখিয়েছেন। সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সিলেট-২ আসনবাসীও নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাবেন। এর জন্য প্রয়োজন সকল মহলের সার্বিক সহযোগীতা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ‘চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখদ্দুছ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শমসাদুর রহমান রাহিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী এবং ‘ভাইস চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য নেহারুন নেছা, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নূর, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, যুবলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, জবেদুর রহমান, যুগ্ম সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ আজাদ, কাউন্সিলর রফিক হাসান,
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হিরা মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, প্রবাসী সামছু মিয়া লয়লুছ, শাহীন আহমদ, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, আছাব আলী, ওয়াহাব আলী, জাবেদ আহমদ, সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, মুজিবুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সেলিম আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার ছগির আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, যুবলীগ নেতা আব্দুর রউফ, সঞ্জিত আচার্য্য, জিয়াউর রহমান জিয়া, লিটন আহমদ, আলমগীর হোসেন, আব্দুস শহিদ, রুহেল মিয়া, জামাল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালাম, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকমল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জহির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, উপজেল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সেলিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ, উজ্জ্বল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *