তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, ‘সরকার নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। এ জন্য আগের মতো প্রহসনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এ ধরনের টালবাহানার নির্বাচন আর দেখতে চায় না।
শুক্রবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে গোয়াইনঘাট প্রেস ক্লাবে মিলনায়তনে আয়োজিত খেলাফত মজলিসের গোয়াইনঘাট শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে এসব কথা বলেন এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
এ সময় তিনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নিরপরাধ আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, ইসলামী শিক্ষা সম্প্রসারণ সহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবীতে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া ও সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দেওয়া।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, সিলেট মহানগর সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জোনের তত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা নির্বাহী সদস্য শেখ এনাম ও ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সেক্রেটারি ছাত্রনেতা মুহাম্মদ মুজিবুর রহমান।
গণ-সমাবেশে বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, সহ-সাধারণ হাফিজ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা অফিস ও প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমীন, গোয়াইনঘাট উপজেলা উত্তর ছাত্র মজলিস সভাপতি ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক আখলাক হোসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ তানজিল হোসেন, অফিস সম্পাদক ফখরুল আমীন, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট দক্ষিন সভাপতি হাফিজুর রহমান চৌধুরী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ পরবর্তী গোয়াইনঘাট শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এক প্রচার মিছিল গোয়াইনঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশের মধ্য দিয়ে গণ সমাবেশের সমাপ্তি হয়।
উল্লেখ্য, বৈরী আবহাওয়া থাকায় আয়োজিত গণ সমাবেশ গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে গোয়াইনঘাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন