তানজিল হোসেন, গোয়াইনঘাট: সরকার মানুষের উন্নয়নে সবধরনের সহায়তা প্রদান করছে। যাতে মানুষের জীবনমান আরো উন্নত হয়, ঘরে ঘরে সরকারের নানা সহয়তা পৌঁছে দেয়া হচ্ছে। উন্নত জাতের গৃহপালিত পশুপাখি প্রদান করে পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে মানুষের কল্যাণে এমন নজির অতীতে দেখা যায়নি। তিনি বলেন, সরকারের সহায়তা কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
গোয়াইনঘাটে প্রাণীসম্পদ দপ্তর কার্যালয়ের আয়োজনে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীউন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মুরগী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান এসব কথা বলেন।
বুধবার সকাল ১১টায় কার্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ জামাল খাঁনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম। সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল মালিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মিনহাজ উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় সুফলভোগী চারশত বিশটি পরিবারের প্রত্যেক কে পনেরোটি করে উন্নত জাতের মুরগী প্রদান করা হয়।