সহিংস উগ্রবাদ প্রতিরোধে মোংলা পোর্ট পৌরসভার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

জাতীয়

শেখ রাসেল..
বাগেরহাট জেলা প্রতিনিধি..

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সহনশীলতা বৃদ্ধির জন্য পৌরসভা এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার কনফারেন্স রুমে ২৯ জুন ২০২২, সকাল ১১ টায় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এছাড়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে আলোচনা করেন ব্রেভ প্রকল্পের মাস্টার ট্রেইনার মো. নুর আলম শেখ। দি হাঙ্গার প্রজেক্টের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান দি হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন এবং উক্ত মতবিনিময় সভায় সকলকে আলোচনা করার জন্য আহবান জানান । উপস্থিত ধর্মীয় নেতা এবং শিক্ষকবৃন্দ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে এই কার্যক্রম গুলো সমন্বয় করবেন বলে জানান। মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান তার সমাপনি বক্তব্যে বলেন-দি হাঙ্গার প্রজেক্টের এই কার্যক্রম গুলো খুবই ইতিবাচক এবং বর্তমান পরিস্থিতিতে অত্যান্ত প্রয়োজনীয় । তিনি আরও বলেন- আজকের আলোচনা খুবই প্রান্তবন্ত হয়েছে। আমাদের মোংলা কে ভালো রাখতে হলে এরকম মাঝে মাঝে আমাদের একত্রিত হতে হবে। কারন, এটি আমাদের দায়িত্ব, আমাদেরকেই করতে হবে। তিনি সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *