সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলোনা সিলেটের মুক্তিযোদ্ধার

সিলেট

ছাত্রজীবন থেকেই ছিলেন সেরা সাঁতারু। একাধিক জাতীয় রেকর্ডের পর অবিরাম সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ডও করেছিলেন। তবে তার সেই রেকর্ড কেড়ে নিয়েছেন একজন মার্কিন সাঁতারু। ৭০ বছর বয়সে আবার নতুন করে বিশ্ব রেকর্ড গড়তে সাঁতারে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। কিন্তু তাঁর রেকর্ড গড়া হলোনা। শেষ পর্যন্ত তাকে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে সুনামগঞ্জের হরিনাপাটিতে পৌঁছে চিকিৎসকের পরামর্শে তাকে সাঁতারের ইতি টানতে হলো।

এর আগে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য টানা ২৮১ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়ার জন্য

সোমবার (২৯ আগস্ট) সকাল ৬টায় সিলেটের কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন।  কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তার এই যাত্রা ছিল।

জানা যায়, তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তার ধারণা। তার এ যাত্রায় তিনি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ -এই ৪ জেলা আংশিক বা সম্পূর্ণ অতিক্রম করবেন।

আরো জানা যায়, ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখনও কনসালটেন্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন।

তিনি একজন শৌখিন সাঁতারু। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট এবং ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট অবিরাম সাঁতার কেটে জাতীয় রেকর্ড করেন। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতার কাটেন, যা ছিল আরেকটি স্থানীয় রেকর্ড। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার কেটে রেকর্ড করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে রুপার নৌকা দিয়ে সম্মানিত করেন।’

তিনি ১৯৭০ সাল থেকেই দূরপাল্লার বা অবিরাম সাঁতারের সঙ্গে জড়িত।  যখন একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *