সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের মাতা শুক্রবার সকাল ৮টায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বাদজুম’আ দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়া জামে মসজিদে তার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক মঈন উদ্দিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মেয়র মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন