সাংবাদিক মিঠুর মোটরসাইকেল চোরের আদালতে স্বীকারোক্তি

সিলেট

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও একাত্তরের কথার ফটো সাংবাদিক মিঠু দাস জয়ের (৩০) মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো. হেলাল আহমদ (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর মাছুদিঘীরপাড়স্থ পূজা মন্ডপের পাশ থেকে সাংবাদিক মিঠু দাস জয়ের ব্যবহৃত হিরো গ্লামার মোটরসাইকেলটি চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে মিঠু দাস জয়ের মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন মন্ডলীভোগস্থ আপন হোটেল ও সুইট মিটের সামনে থেকে মোটরসাইকেল চোর মো. হেলাল আহমদকে গ্রেফতার করে। হেলাল ছাতকের খারগাঁওয়ের মৃত আব্দুল হান্নানের ছেলে।
গ্রেফতারের পর হেলালের কাছ থেকে সাংবাদিক মিঠুর মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

পরে গ্রেফতারকৃত হেলাল আহমদকে আদালতে প্রেরণ করলে তিনি সাংবাদিক মিঠুর মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে জবানবন্দী দেন। পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *