সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল’র মৃত্যুতে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক

সিলেট

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (১২ এপ্রিল) জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করের স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানান তিনি।

শোক বার্তা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন— ‘মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। একাধারে তিনি সাংবাদিক ও সমাজসেবক হিসেবে বিশ^নাথবাসীর কাছে সুপ্রিয় ছিলেন।’

মোসাদ্দিক হোসেন সাজুলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত অসুস্থ মোসাদ্দিক হোসেন সাজুল (৪৬) যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১১ ঘটিকায় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগসাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও মৃত মোঃ সায়েস্তা মিয়া পুত্র।—বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *