সাংবাদিক লাকীর মামলায় রুমন-রাসেল- কামাল এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

সিলেট

রাসেল আহমদ :

সাম্প্রতিক সিলেটের আলোচিত নারী সাংবাদিক লাকীর মামলায় সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

জানা যায়, সাংবাদিক লাকী আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্য সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার, ওই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেলের সাথে ব্যক্তিগত বিবাধের জেরে লাকি সিলেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে, আবুল কাশেম রুমন নুরুদ্দীন রাসেল ও নদীমুল্লাহ কামালকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন,মামলা নং ২৯৮/২৩ইং।

গত ২৫ ফেব্রুয়ারি হুমকির মামলা নম্বর ২৯৮/২৩ শুনানি শেষে আদালত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, এবং সিনিয়র স্টাফ রিপোর্টার নদিমুল্লা কামাল এর নামে গ্রেফতারী পরোওয়ানা জারি করে আদালত।

গ্রেফতারী পরোওয়ানা জারি হওয়ার পর থেকেই রুমন, রাসেল ও কামাল পলাতক রয়েছে বলে মামলার বাদী বিষয়টি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *