স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ
যশোর শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের পিতা বিশিষ্ট প্রগতিশীল ব্যক্তিত্ব আব্দুল মজিদ খান গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবীন্দ্রনাথ সড়কের পাশে অবস্থিত নিজ ইন্তেকাল করেছেন(ইন্নালইল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় আরএন রোডের নিজ বাসভবনের সামনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পুত্র নওরোজ আলম খান চপল।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের বাবা আব্দুল মজিদ খানের মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন জেলা কমিটির অন্যতম নেতা কমরেড নাজিম উদ্দিন , কমরেড জিল্লুর রহমান ভিটু ও কমরেড তসলিম উর রহমান ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কমরেড মজিদ খান একসময়ে পার্টির সক্রিয় সংগঠক ছিলেন। পরবর্তীতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত পার্টির একনিষ্ঠ দরদী ছিলেন। তাঁর মৃত্যুতে পার্টি একজন বিশ্বত বন্ধুকে হারালো।
তাঁর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিবর্তন যশোরের সহ-সভাপতি মানস বিশ্বাস ও সাধারণ সম্পাদক দীপংকরবিশ্বাসসহ সকল সদস্যবৃন্দ।
শেয়ার করুন