বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল হাতে পেয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। পরবর্তীতে আইসিসির ল্যাবে পরীক্ষা দিলে এই বাঁহাতির বোলিংয়ে ক্রটি ধরা পড়ে।
তাই দেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া বাকি সব সব জায়গাতেই বোলিংয়ে নিষেধাজ্ঞা পান সাকিব। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশগ্রহণ করেও উতরে যেতে পারেননি। এরপর বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
সবশেষ গত ৯ মার্চ ইংল্যান্ডের লফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। প্রথম দুইবারের মতো সবশেষ পরীক্ষায় আর হতাশ হতে হয়নি তারকা ক্রিকেটারকে।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করায় সাকিবকে কাউন্টি ও দ্য হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শেয়ার করুন