প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১১:১৫ এ.এম
সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেললেন তাইজুল

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বিপর্যস্ত আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে ম্যাচে নিজেদের দৃঢ় অবস্থান পাকা করেছে বাংলাদেশ। ৪৭৬ রানের জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে পিছিয়ে ২১১ রানে।
দিনের শুরুতে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৯৮ রানে ৫ উইকেট। তবে সেখান থেকেই বাংলাদেশের স্পিন-ঝড় বইয়ে দেন তাইজুল ইসলাম।
স্বল্প সময়ের ভূমিকম্পজনিত বিরতির পর তাইজুল আঘাত হানেন সেট ব্যাটার স্টিফেন ডোয়েনির ওপর। দু’ বল পরেই বোল্ড করেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। এই জোড়া আঘাত তাইজুলকে টেস্টে ২৪৬ উইকেটের মালিক বানিয়ে দিয়েছে। তিনি ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসানকে।
টেস্টে সাকিব ও তাইজুল দুজনেরই উইকেট এখন ২৪৬। বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুজন যৌথভাবে আছেন শীর্ষে।
আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে লড়াই করেন লর্কান টাকার (৭৫) ও জর্ডান নীল (৪৯)। তবে নতুন বলে ইবাদত হোসেন ও খালেদ আহমেদের ধারাবাহিক আক্রমণে শেষ পর্যন্ত গুটিয়ে যায় ২৬৫ রানে গুটিয়ে যায় আইরিশদের প্রথম ইনিংস।
এর পর ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৫৫ তুলেছে বাংলাদেশ। লিডড এখন ২৬৬ রানের। ২৬ রানে সাদমান ও ২৯ রানে জয় ব্যাটিংয়ে আছেন।
বাংলাদেশ এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়েছিল।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫