সাজেক থেকে ফিরেছে আটকা থাকা পর্যটকরা

জাতীয়

বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা অবরোধের কারণে ৪ দিন ধরে আটকে পড়া পর্যটকরা সাজেক ছেড়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন। তিনি জানান, আজ সকালে সাজেকে অবস্থান করা সব পর্যটক নিয়ে গাড়ি ছেড়ে গেছে। বর্তমানে কোনো পর্যটক নেই।

তিনি আরও জানান, খাগড়াছড়ি জীপ মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে তারা জানিয়েছেন কিছু গাড়ি খাগড়াছড়ি পৌঁছে গেছে।

উল্লেখ্য, ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকায় সাজেকে আটকা পড়ে প্রায় দেড় হাজার পর্যটক। এতে খাবার ও পানির সংকট তৈরি হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *